Happy New Year 2023 Wishes Bangla (নতুন বছরের শুভেচ্ছা ২০২৩)

Happy New Year 2023 Wishes Bangla (নতুন বছরের শুভেচ্ছা ২০২৩). Bangladeshi people and the Indians from West Bengal are known as the Bangalis or Bengalis. The Bengalis are one of the most festive-loving peoples in the whole world. They love to celebrate each occasion. In fact, the Bengali people celebrate at least 3 new years every 365 days. They celebrate the English New Year, Bengali Shuvo Nababarsha, as well as the Hijri New Year (Arabic). And they do wish each other on all 3 occasions. GTV Live is here with a huge collection of Happy New Year 2023 Wishes in Bangla or Bengali language. Happy New Year 2023 Wishes Images, Photos, For Friends, English, Hindi.
Happy New Year 2023 Wishes Bangla
Find Happy New Year 2023 wishes in Bangla along with Bangla quotes and New Year Agam Shubeccha wishes. You will also see Happy New Year Love Wishes Bangla for friends and the girlfriend.
New Year Wishes Bengali
- নতুন বছর সেজে উঠুক
আবার নতুন করে।
নতুন নতুন স্বপ্ন দেখো
নতুন বছরের টানে। - মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে
পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোয়া
দিলাম তোমায় নতুন বছরের ছোয়া।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
Happy New Year Love Wishes Bangla
- নয়া বছর সকলের জন্য হয়ে উঠুক শুভ। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
- হ্যাপি নিউ ইয়ার ২০২৩ – তোমার জীবন ভরে উঠুক ভালোবাসায়।
- এই নতুন বছর আপনার জীবনে ইতিবাচক শক্তি, ভালবাসা, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং আলো নিয়ে আসুক। আপনার সামনে একটি দুর্দান্ত বছর কাটুক। শুভ নব বর্ষ!

New Year Quotes Bangla
- “বাউল গানের সান্ধ্য তালে, নতুন বছর এসেছে ঘুরে। উদাসী হাওয়ার সুরে সূরে রাঙ্গা মাটির পথটি জুড়ে।”
- নতুন আশা নতুন প্রাণ
নতুন-সুরে নতুন গান
নতুন জীবনের নতুন আলো
নতুন বছর কাটুক ভালো” - “সুখের ছন্দে ছন্দে মনের আনন্দে
সব ব্যাথা ধুয়ে মুছে যাক
মানুষ সহ পৃথিবীর প্রতিটি প্রাণী
যে যেখানে সবাই ভালো থাক”
Find New Year 2023 Quotes Collection right here. Happy New Year 2023 Quotes.
নতুন বছরের শুভেচ্ছা ২০২৩
বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
🎉শুভ নববর্ষ🎉
আজকে এই শুভ দিনে
কত খুশি কত সাজ।
আজকে এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ।
🎉শুভ নববর্ষ🎉
তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
🎉শুভ নববর্ষ🎉
সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
🎉শুভ নববর্ষ🎉
এই নতুন বছর তোমার জীবনে
নিয়ে আসুক অনেক অনেক
নতুন সারপ্রাইজ,
যাতে তোমার জীবন ভরে
উঠুক সুখে ও আনন্দে…
🎉শুভ নববর্ষ🎉
New Year 2023 Wishes Bangla
- কেটে যাক ২০২২ সালের সব গ্লানি। আনন্দে ভরে উঠুক ২০২৩ সাল – শুভ নববর্ষ।
- নয়া বছর, নয়া সূর্যোদয়, নয়া শুরু, নয়া পথ চলা – হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
- নতুন বছরের নতুন দিনে, আপনাদের জানাই সুস্বাগতম, শুভ নববর্ষ।
“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”
শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
নতুন বছরের শুভেচ্ছা…. 2023
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার 2023
“কাটবে রাত, আসবে প্রভাত।
যাক মুছে যাক পুরাতন সব দুঃখ।
নতুন বছর, নতুন আশা,
সঙ্গে থাকুক ভালবাসা।
== শুভ নববর্ষ 2023 ==
সফলতার পথে সর্বদা সামনে এগিয়ে যান।
আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।
আপনাকে শুভ নববর্ষের
অনেক অনেক শুভেচ্ছা।
মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের আনন্দ
হোক অফুরন্ত!
অগ্রিম শুভ নববর্ষ ২০২৩ !!!
“রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।
❦~হ্যাপি নিউ ইয়ার~❦”
Happy New Year 2023 Wishes for Friend Bangla
- New year দিচ্ছে উঁকি, আর মাত্র কিছুক্ষন বাকি, গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমায় বলে রাখি, Happy New Year.
- মনে আসুক বসন্ত
সুখ হোক অনন্ত
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের
আনন্দ হোক অফুরন্ত
Happy New Year 2023 - “নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার”

New Year Bangla Kobita
- “রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।
হ্যাপি নিউ ইয়ার” - “আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।
হ্যাপি নিউ ইয়ার “ - নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
হ্যাপি নিউ ইয়ার
Happy New Year Agam Shubeccha
Agam Shubeccha means Advanced greetings. The greetings someone pays prior to the start of a new year is called “Happy New Year Agam Shubeccha”. It’s one of the most searched topics in Bangladesh ahead of the 2023 Happy New Year. That’s why we’ve brought it in for you.
- চাওয়া গুলো পাওয়া হোক
আশা গুলো পূর্ণ হোক
স্বপ্ন গুলো সত্যি হোক
দুঃখ গুলো বিদায় হোক
নতুন বছরের দিন গুলো
সবার ভালো হোক - মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি।
সুখি ছিলে সুখি হও
আর শুভ হোক তোমার
নতুন বছর
Advanced Happy New Year 2023.
Check also: Happy New Year 2023 Status (Song, Shayari, Video, Download, Pic).