Sports

আইপিএল খেলা ২০২১ নিয়ে যত আয়োজন

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের মাটিতে শুরু হয়েছে আইপিএল এর ১৪তম আসর। এবং সেই সাথে জমে উঠেছে অংশগ্রহণকারী ৮ দলের লড়াই যে লড়াইয়ের মাধ্যমে একটি দল জিতে নেবে চ্যাম্পিয়ন হবার গৌরব। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস সহ বাকি দলগুলোও তাদের সমস্ত প্রস্তুতি শেষ করে পুরোদমে যোগ দিয়েছে জেতার লড়াইয়ে।

আপনি যদি হয়ে থাকেন আইপিএল ফ্যান এবং মিস করতে না চান একটিও ম্যাচ, তাহলে আপনার জন্যই এই পোস্টটি। এখানে আমরা আলোচনা করব এবারের আইপিএর আসরের সমস্ত খুঁটিনাটি নিয়ে যার সাথে থাকবে ম্যাচের সময়সূচিও। তো আর দেরি কেন? দু’মিনিট সুস্থির হয়ে বসুন আর জেনে নিন আইপিএল খেলা ২০২১ সংক্রান্ত সকল তথ্য।

আইপিএল ২০২১ সময়সূচি

প্রথমেই আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই ম্যাচের সময়সূচির দিকে। এবারের আসর শুরু হয়েছে ৯ এপ্রিল যা চলবে ৩০ মে পর্যন্ত। ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত ম্যাচগুলোর সময় দু ভাগে বিভক্ত। দিনের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায় এবং সন্ধ্যার ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এ্ই সময়ে কোনদিন কার খেলা তা জানতে চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন ম্যাচের সময়সূচি। আপনার সুবিধার্থে আমরা সম্পূর্ণ সময়সূচিটি নিচে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে এটি ডাউনলোড করে নিন এবং সঠিক সময়ে উপভোগ করুন আপনার প্রিয় দলের খেলা।

আইপিএল ২০২১ দল পরিচিতি

আপনার প্রিয় দলে এবারও হয়ত রয়েছেন আগের বারের অনেক খেলোয়াড়। আবার অনেকেই নিলামের মাধ্যমে দলে নতুন জায়গা পেয়েছেন। পরিপূর্ণভাবে খেলা উপভোগ করতে হলে এক নজরের দেখে নিন আপনার প্রিয় দলগুলোতে কোন তারকা খেলোয়াড়রা থাকছেন।

কলকাতা নাইট রাইডার্স

দিনেশ কার্তিক, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফারগুসন, সাকিব আল হাসান, হরভজন সিং সহ আরো অনেকে থাকছেন এই দলে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এই দলের তারকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, কাইল জেমিসন, জশোয়া ফিলিপ, মোহাম্মদ আজহারউদ্দীন, যুযবেন্দ্র চাহাল সহ আরো অনেকে।

মুম্বাই ইন্ডিয়ানস

এই দলে আগের আসরের অনেক খেলোয়াড়ের সাথে যুক্ত হয়েছে নিলাম থেকে কেনা খেলোয়াড়রাও। যাদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, জিমি নিশাম, কুইন্টন ডি কক, পিযুশ চাওলা, হার্দিক পান্ডিয়া, নাথান কোল্টারনাইল, কাইরন পোলার্ড, জাসপ্রিত বুমরাহ প্রমুখ।

চেন্নাই সুপার কিংস

এই দলে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, মঈন আলী, সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রাইডু, ইমরান তাহির, দিপক চাহার, লুঙ্গি এনগিদি সহ আরো অনেকে।

রাজস্থান রয়্যালস

এই দলের তারকা খেলোয়াড়রা হলেন ডেভিড মিলার, ক্রিস মরিস, রবিন উথাপ্পা, বেন স্টোকস, জস বাটলার, কুলদীপ যাদব, জফরা আর্চার, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

পাঞ্জাব কিংস

এই দলে রয়েছেন ক্রিস গেইলের মত তারকা খেলোয়াড়। সেই সাথে আরো রয়েছেন লোকেশ রাহুল, নিকোলাস পুরান, মোহাম্মদ শামি, মুরুগান অশ্বিন, আর্শদ্বীপ সিং সহ আরো অনেকে।

সানরাইজার্স হায়দ্রাবাদ

এই দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার, মনিশ পান্ডে, কেদার যাদব, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, মিচেল মার্শ, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার এর মত তারকারা।

দিল্লি ক্যাপিটালস

এই দলের তারকা খেলোয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হলে শ্রেয়াস আইয়ার, স্টিভেন স্মিত, রিশাভ পান্ত, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, উমেশ যাদব, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, মার্কাস স্টোয়নিস, রবিচন্দ্রন অশ্বিন প্রমুখ।

শেষ কথা

আশা করি আপনার এবারের আইপিএল খেলা ২০২১ এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পছন্দের দল সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন। এছাড়াও আপনারা যারা খুব সহজে অনলাইনে আইপিএল খেলা ২০২১ উপভোগ করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন লাইভ খেলা দেখার লিংক সম্পর্কে জেনে নিতে পারেন। ভালো থাকুন আর আইপিএল উপভোগ করতে থাকুন।

Gtv

Gtv Live - Watch Gazi TV Live. Gazi Television is the most popular sports channel in Dhaka, Bangladesh. Enjoy BPL Live & Gtv live cricket from our website.

Related Articles

Back to top button