অনলাইনে লুডু খেলা : লুডু খেলার নিয়ম জেনে নিন
লুডু বাংলাদেশের বহুল প্রচলিত একটি খেলা যা আবহমান কাল থেকে সব জায়গায় খেলা হয়ে আসছে। আগে সরাসরি খেলা হলেও এই ইন্টারনেটের যুগে এসে লুডু খেলাও স্থান পেয়েছে অনলাইনে। সেই সাথে সময় কাটানোর এক দারুণ মাধ্যম হয়ে উঠেছে অনলাইনে লুডু খেলা। কিন্তু অনেকেই হয়ত জানেন না কিভাবে অনলাইনে লুডু খেলতে হয়।
তাই আমরা এই পোস্টে আপনাদেরকে জানিয়ে দেব কি করে অনলাইনে লুডু খেলা যায়। তো আর দেরি না করে এখনি পোস্টটি সম্পূর্ণ পড়ে ফেলুন আর শুরু করুন বন্ধুদের সাথে অনলাইনে লুডু খেলা। সে্ই সাথে দেখে নিন অসাধারণ কিছু অনলাইন লুডু গেমের খোঁজ। চলুন শুরু করা যাক।
আরও দেখুনঃ
অনলাইনে কাদের সাথে লুডু খেলবেন?
আমরা সবাই হয়ত সরাসরি লুডু খেলেই অভ্যস্ত যেখানে আমরা আমাদের বন্ধু বা পরিজনদের সাথে সরাসরি এই বোর্ড গেমটি খেলে থাকি। কিন্তু আপনি চাইলে অনলাইনে বন্ধু ছাড়াও অপরিচিত মানুষদের সাথেও লুডু খেলতে পারেন। সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার ইচ্ছার উপর।
আপনি যদি আপনার বন্ধুদের সাথে লুডু খেলতে চান, তাহলে আপনাকে হয় আপনার গেমটিকে ফেসবুক বা গুগলের সাথে কানেক্ট করতে হবে যাতে আপনার যেসব বন্ধুরা এই গেমটি খেলেন তাদের সবাইকে সহজেই খুঁজে পান।
এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট কোডের মাধ্যমে বন্ধুদেরকে আপনার গেমে আমন্ত্রণ জানাতে পারবেন বা বন্ধুদের গেমে যোগ দিতে পারবেন। কিন্তু এজন্য প্রথমেই আপনাকে লুডু গেমটি ইনস্টল করে নিতে হবে। আসুন দেখা যাক কিভাবে লুডু গেমটি ইনস্টল করবেন।
লুডু গেম ইনস্টল কিভাবে করতে হয়?
এই প্রশ্নের উত্তর দেয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে প্লে স্টোরে অসংখ্য লুডু গেম রয়েছে এবং আপনি চাইলে যে কোনো গেমই ইনস্টল করতে পারেন। কিন্তু সব গেমের ফিচার বা গুণমান একই রকম সমৃদ্ধ নয়। এজন্য আমাদের পরামর্শ হবে, যে গেমটির ইউজার রেটিং কমপক্ষে ৪.৫ বা তার বেশি এবং যে গেমটি সবচেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে সে গেমটি ডাউনলোড করুন।
এতে করে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে, আপনি সবচেয়ে ভালো গেমটিই ডাউনলোড করতে পেরেছেন। আপনার সুবিধার জন্য আমরা এটাও জানিয়ে দিতে চাই যে, বর্তমানে প্লে স্টোরে লুডু গেমগুলোর মধ্যে লুডু কিং গেমটিই সবচেয়ে জনপ্রিয়।
এই গেমটির নানা আকর্ষণীয় ফিচার এটিকে জনপ্রিয় করে তুলেছে। এখানে চাইলে আপনি সাধারণ লুডু বা সাপ লুডু যেকোনোটিই খেলতে পারেন। যদি আপনি এখনো না জানেন কিভাবে এই গেমটি খেলতে হয়, তাহলে চলুন দেখে নিই খেলার নিয়মগুলো।
অনলাইনে লুডু খেলার নিয়ম
এখানে আমরা কয়েকটি সহজ ধাপে আপনাদের জানিয়ে দেব একদম শুরু থেকে কিভাবে আপনি লুডু গেমটি ডাউনলোড করবেন এবং বন্ধুদের সাথে অনলাইনে গেমটি খেলবেন। আসুন দেখা যাক।
- প্রথমেই প্লে স্টোরে গিয়ে Ludo King লিখে সার্চ করুন।
- এরপর যে গেমটি আসবে সেটি আপনার ফোনে ইনস্টল করুন। অল্প কিছু সময়ের মধ্যেই গেমটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। হয়ে যাবার পরে ওপেন ক্লিক করুন।
- এবারে আপনি গেমটিতে প্রবেশ করেছেন। আপনি চাইলে আপনার ফেসবুক আইডি কানেক্ট করতে পারেন অথবা গেস্ট হিসেবে খেলতে পারেন।
- লবি থেকে আপনি আপনার পছন্দমত রঙ বেছে নিয়ে সাধারণ লুডু খেলতে পারেন। আবার সেটিংস থেকে সাপ লুডু সিলেক্ট করেও খেলতে পারেন।
- এছাড়াও আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করে তাদের সাথেও গেমটি উপভোগ করতে পারেন।
শেষ কথা
লুডু খুবই সহজ কিন্তু মজার একটি খেলা। অনলাইনে লুডু খেলা চালু হবার পর থেকেই এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। আজকাল অনেকেই সময় কাটাতে অনলাইনে এই গেমটি খেলছেন। তো আর দেরি কেন? আপনিও আজই ইনস্টল করে ফেলুন গেমটি। আর বন্ধুদের সাথে মেতে উঠুন লুডুর মজার দুনিয়ায়।